নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৮

বিমানযাত্রীর মোবাইল ফোনে সোনার বার

বিমানের এক যাত্রীর মোবাইল ফোনের ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল শনিবার শাহজালাল বিমানবন্দরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতর থেকে সোনা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। গ্রেফতার ব্যক্তির নাম নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। জাতীয় পরিচয়পত্রে তার নাম মোহাম্মাদ আবু তাহের, বয়স ৪৩, বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম। কিন্তু তার বোর্ডিং পাস মোহাম্মাদ আবদুর রহিম নামে। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। মইনুল খান প্রতিদিনের সংবাদকে বলেন, শুল্ক গোয়েন্দারা দুপুরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতরে বিশেষভাবে রাখা অবস্থায় সোনার বারগুলো আটক করেন। ওই যাত্রী ডমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাকালে এই সোনার বারগুলো আটক করা হয়। বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ পেয়েছেন এই ব্যক্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist