সাভার প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০১৮

হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধন

সাভারে পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হেমায়েতপুর এলাকায় মাওলা শপিং ভবনে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ মামুন। পার্লারটির নাম ‘উত্তরণ বিউটি পার্লার’। এটি উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান। পার্লারটিতে কাজ করবেন কিছু প্রশিক্ষিত হিজড়া।

অনুষ্ঠানে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ মামুন বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। এদের মধ্যে একটি মানুষও দরিদ্র থাকবে না। একটি মানুষও না খেয়ে থাকবে না। সবাই উন্নত জীবনযাপন করবে এটাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যেই হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য এই বিউটি পার্লারটি চালু করা হলো।

পুলিশ হেডকোয়ার্টারসের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বলেন, আমাদের প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। তাদের (হিজড়া) নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist