নিজস্ব প্রতিবেদক

  ২৫ জানুয়ারি, ২০১৮

নকশার ব্যত্যয়

এএনজেড প্রপার্টিজকে সাত লাখ টাকা জরিমানা রাজউকের

অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি এএনজেড প্রপার্টিজকে সাত লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশিষ কুমার সাহার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। ধানমন্ডির সাত মসজিদ রোডের ১৪৭নং এই হোল্ডিংয়ে নকশার ব্যত্যয় ঘটিয়ে সেট-ব্যাক এলাকায় (ভবনের চারদিকে আবশ্যিক উন্মুক্ত এলাকা) অবৈধভাবে টয়লেট, রান্নাঘর ও জেনারেটর কক্ষ নির্মাণ করায় ডেভেলপার প্রতিষ্ঠান ‘এএনজেড প্রপার্টিজকে সাত লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করে বাকি অংশ আগামী ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের সময় দেওয়া হয়।

ধানমন্ডির ২নং রোডের ৩৫নং হোল্ডিংয়ে ১৩ তলা ভবনের অনুমোদন নিয়ে একটি ফ্লোর বাড়িয়ে ১৪ তলা নির্মাণ করায় অতিরিক্ত ফ্লোরটি উচ্ছেদ করা হয়। এ ছাড়া অফিসের জন্য পুরো ভবনটির অনুমোদন নিয়ে কয়েকটি ফ্লোরে ১৪টি অবৈধ রেস্টুরেন্ট পরিচালনা করায় সেখানেও উচ্ছেদ অভিযান চালায় রাজউক।

অভিযানে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist