হবিগঞ্জ প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০১৮

গুলিতে কাউন্সিলর নিহত

হবিগঞ্জে ৭ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে নিহত সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সহসভাপতি ইউনুছ আলীর (৩৫) স্ত্রী মামলা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চার পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে এই মামলা করেন ইউনুছের স্ত্রী কাজী শাহেনা আক্তার।

বিচারক জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ৯০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার আদেশ দেওয়া হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. সিরাজ আলী মীর জানান, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু ও নিবারণ আইন ২০১৩ এর ১৫ (১) এবং ১৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে, চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সাজিদ মিয়া, কনস্টেবল মনিন্দ্র চাকমা, কনস্টেবল আবদুল হামিদ, চালক কনস্টেবল নুরুজ্জামান ও এসআই ওমর ফারুককে।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১ আগস্ট রাত সাড়ে ৭টায় সাদা পোশাকে আসামি এএসআই দেলোয়ার হোসেন এবং এএসআই সাজিদ মিয়া বাদীর বসতবাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় ধ্বস্তা-ধ্বস্তির কারণে বাদীর সুকেসের গ্লাস পড়ে এসআই দেলোয়ার আহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসাবে ক্ষমতার অপব্যবহার করে এএসআই সাজিদ মিয়া বাদী হয়ে ইউনুছ আলীকে আসামি করে মামলা করেন। পরে কাজী শাহানা আক্তার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। এই মামলার পরই আসামি পুলিশ সদস্যরা প্রতিশোধ-পরায়ণ হয়ে ইউনুছ আলীকে মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট বানাতে তৎপর হয়।

পুলিশের দায়ের করা মামলায় ইউনুছ আলী ২০১৭ সালের ১৫ অক্টোবর জামিন পেলে এসএসআই দেলোয়ার হোসেন ও এসআই আতাউর রহমান মামলা তুলে নেওয়ার জন্য স্বামী-স্ত্রীকে চাপ দেন। মামলা তুলে না নেওয়ায় ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে ইউনুছ আলীকে পুলিশ সদস্যরা আটক করে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist