চট্টগ্রাম ব্যুরো

  ২৩ জানুয়ারি, ২০১৮

সংবাদ সম্মেলনে অভিযোগ

‘পুলিশের নির্যাতন মধ্যযুগীয়’

ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আওয়াজ ভূঁইয়া রনকের উপর চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেছেন আহত রনকের মা রাহেনা বেগম। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রনকের ভাই ইয়াছিন সাখাওয়াত ভূঁইয়া। সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার, রনকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, রনকের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদান থেকে বিরত থাকাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও সিএমপি কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন রনকের পরিবার।

লিখিত বক্তব্যে ইয়াছিন সাখাওয়াত ভূঁইয়া বলেন,‘গত শনিবার এলাকার কয়েকজন ছেলের সাথে পুলিশ ফাঁড়ির এক সদস্যের কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে মানুষ জড়ো হতে দেখে সেখানে কি ঘটনা ঘটছে তা জানতে ঘটনাস্থলে যান রনক। ঘটনা বেগতিক দেখে সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির কিছু সদস্য তাকে ধরে ফেলে। পরে পাঁচলাইশ থানার অন্য সদস্যরা এসে রনককে উপর্যপুরি মারধর করে ফাঁড়ির ভিতর নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তারপর উপর অমানবিক নির্ডাতন চালায় পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা হাতুড়ি দিয়ে রনকের হাতের আঙ্গুলের নখগুলো তুলে ফেলার চেষ্টা করে। এছাড়া লোহার রড দিয়ে পুরো শরীরের খুবই জখম করে, হাত পা ভেঙে দেয় এবং মাথায় প্রচন্ড আঘাত করে। দীর্ঘ দুই ঘন্টা নির্যাতনের পর তার অবস্থা অবনতি হলে পুলিশ সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ভর্তির পর সেখানেও তাকে মারধর করা হয়। রনকের অবস্থা দেখে ঘটনা অন্য দিকে মোড় নিবে বলে দুই পুলিশ কনস্টেবলকে আহত করার ঘটনা সাজানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে পুলিশের সদস্যরা রনকের পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। অবিলম্বে ঘটনা তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ না করলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে অনশন করার ঘোষণা দেন রনকের পরিবারের সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist