রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৮

রাজীবপুর রৌমারীতে ভূমিকম্প অনুভূত

মৃদু ভূমিকম্পে গতকাল শনিবার সকালে কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলা দুটি কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম, যা কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে। উত্তরের জেলা কুড়িগ্রামের সব উপজেলাসহ লালমনিরহাট, রংপুর, দিনাজপুরেও ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন বংপুর আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ৫ সেকেন্ড ব্যাপী ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের গৌরীপুরে। রাজীবপুর উপজেলার সবুজবাগ গ্রামের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ইউনুস আলী বলেন, সকালে একটু রোদ পোহাতে বাড়ির উঠানে দাঁড়াই, ঠিক তখনই ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist