নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৮

সোনারগাঁয়ে ইভটিজিং

যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বোনকে বাঁচাতে গিয়ে ইভটিজারদের হাতে যুবক খুনের ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। আসামিদের গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা সদরের পশ্চিম গোমাতলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজারের একটি নদীর মধ্যখানে শাম্পানে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন সোনাগাঁয়ের বন্দেরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন ও সারোয়ারের সন্তান আলো মিয়া। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সেনারগাঁ উপজেলার ছোট সাদীপুর গ্রামের মোতাহার হোসেনের মেয়ে ফাতিহা আক্তার মিতু। উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী মিতুকে কলেজে যাওয়া আসার পথে পার্শ্ববর্তী এলাকার জাকিরসহ কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করতো। বিষয়টি মিতু পরিবারের সবাইকে জানালে তার মামাতো ভাই সুলতান আহম্মেদ মিন্টু বখাটে যুবকদের কাছে গিয়ে এর প্রতিবাদ জানায়। এই ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জাকির ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে তাকে। গুরুতর আহত অবস্থায় মিন্টুকে রাজধানীর নর্দার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর ১৪ জানুয়ারি মিন্টুর মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist