নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৮

অ্যাপভিত্তিক অটোরিকশা সেবা ‘হ্যালো’ চালু

এখন থেকে অ্যাপেই পাওয়া যাবে সিএনজিচালিত অটোরিকশা। গতকাল মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অটোরিকশার রাইড শেয়ারিং অ্যাপ ‘হ্যালো’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে ‘হ্যালো’ অ্যাপটি চালুর ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মুখপাত্র রোকেয়া প্রাচী জানান, অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ‘হ্যালো’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া যাত্রী ও চালকরা এই অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিরাপদ সেবা দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেবাটি পরীক্ষামূলকভাবে চলবে। এর মধ্যে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে ১ মার্চ থেকে ‘হ্যালো’ রাইড শেয়ারিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

ঢাকা মহানগর অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় ‘হ্যালো’ অ্যাপটি চালু করে প্রতিষ্ঠানটি। অটোরিকশা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার আওতাভুক্ত নয় তাই তাদের সার্ভিস চলবে সিএনজি-পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা অনুসারে।

মিটারের ভাড়া অনুযায়ী, অ্যাপে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেবাটিতে বিআরটিএ’র বেঁধে দেওয়া ভাড়ার হার মেনে চলা হবে। অর্থাৎ, প্রথম দুই কিলোমিটার ৪০ আর পরের প্রতি কিলোমিটার ১২ টাকা। প্রতি মিনিটের ওয়েটিং চার্জ ধরা হয়েছে দুই টাকা।

এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত দুলাল বলেন, প্রাথমিকভাবে পাঁচ শতাধিক চালককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। যারা এই সেবায় আসতে চাইবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই সেবার চালুর মাধ্যমে যাত্রী চালকদের মধ্যকার ভাড়ার পরিমাণ ও গন্তব্য নিয়ে চালক-যাত্রী বাকবিতন্ডার অবসান হবে। আশা করা যায় এতে যাত্রীরা উপকৃত হবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ ও ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist