ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

ধামরাইয়ে ২৪ বিঘা জমির লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

কম দামে জমি বিক্রি করতে না চাওয়ায় ঢাকার ধামরাই উপজেলায় রাতে কৃষকদের প্রায় ২৪ বিঘা জমির লেবু বাগান ও বিভিন্ন প্রকার গাছ উপড়ে এবং কেটে ফেলে জমি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গাছ কেটে ও উপড়ে ফেলার সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা পাঁচজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা গ্রামে। সন্ত্রাসীরা ওই কৃষকদের পথে বসিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, ধামরাইয়ের বাইশাকান্দা গ্রামের কৃষক আবদুুল কাদের, খোরশেদ আলম, আনিছুর রহমান, নুরুল ইসলাম, মোকছেদ আলী, মোস্তফা হোসেন, মহেন্দ খান, সন্তুজ খাঁ, ছায়েদ আলী, মোস্তফা হোসেন, আবদুুল সেলিম ও আশকারুল্লাহসহ ১২ জন কৃষক তাদের নিজস্ব ২৪ বিঘা জমিতে লেবুর বাগান করে জীবিকা নির্বাহ করছিলেন। এ ছাড়া ওই জমিগুলোতে বিভিন্ন প্রকার গাছও ছিল।

লেবু বাগানের গাছগুলোতে অনেক লেবু ছিল। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। এ ছাড়া গাছগুলোর মূল্যও কয়েক লাখ টাকা। পরে গতকাল শনিবার সকালে খবর পেয়ে কৃষকরা জমিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সন্ত্রাসীরা কৃষকদের পথে বসিয়েছে। লেবু বিক্রি ও গাছ বিক্রির টাকায় সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ চালাতেন কৃষকরা।

এদিকে সকালে সন্ত্রাসীরা ওই জমিতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নিলে কৃষকরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পাঁচজনকে পিটিয়ে আহত করে। এ ছাড়া বিষয়টি প্রশাসনকে জানালে তাদের হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখারও হুমকি দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ধামরাইয়ের সংসদ সদস্য এম এ মালেক বলেন, অভিযোগ করা হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু। এ ঘটনায় ধামরাই থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist