প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৮

ইভটিজিং : পুলিশ ফাঁড়ির সব সদস্য প্রত্যাহার

খুলনার বটিয়াঘাটায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং তার ভাইকে মারধর করার ঘটনায় গত মঙ্গলবার গ্রামের লোকেরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে অভিহিত করছে পুলিশ। গত মঙ্গলবারের ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির ১২ সদস্যের সবাইকে প্রত্যাহার করার পর পরিস্থিতি শান্ত হয়। ইতোমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বটিয়াঘাটার চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান জানিয়েছেন, দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করতেন বাইনতলা ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য। তার মধ্যে একজন কনস্টেবল গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উদ্দেশ্য করে শিস দেয়, কটু মন্তব্য করেন।

এরপর ছাত্রীটি তার ভাইয়ের কাছে গিয়ে ঘটনা জানালে, তার ভাই এসে ঘটনার প্রতিবাদ করে। পুলিশ তখন তাকে ‘ফাঁড়িতে ঢুকিয়ে পিটিয়েছে’ বলে জানান আশরাফুল খান। এরপর খবর পেয়ে বাজার সংলগ্ন গ্রাম থেকে কয়েক শ মানুষ এসে ফাঁড়ি ঘেরাও করে। খবর পেয়ে আমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে অতিরিক্ত পুলিশ সুপার গিয়ে সহকারী উপপরিদর্শকসহ ফাঁড়ির ১২ সদস্যের সবাইকে ক্লোজ করা, তদন্ত কমিটি গঠন এবং পিটুনি খাওয়া ভাইকে চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘এ ধরনের অন্যায় কাজে পুলিশের সব সদস্য জড়িত থাকে না। তারপরও দুই-একজন দুষ্ট সদস্য থাকে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের যে আইনগত ব্যবস্থা আছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি।’ একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে অভিহিত করে নাঈমুল হক বলেছেন, ‘এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ সেই সঙ্গে উত্ত্যক্তের শিকার হওয়া মেয়েটি এবং তার পরিবারকে পরবর্তীতে যাতে কোনো হয়রানির শিকার না হতে হয়, সে নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন বলে উল্লেখ করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist