কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০১৮

কালিয়াকৈরে বনকর্মী ও গ্রামবাসীর সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের আওতাধীন খইলসাজানি বিটের রামচন্দ্রপুর এলাকায় বনের জমিতে অবৈধভাবে নির্মিত ঘর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে বিট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। অর্ধশতাধিক গ্রামবাসী আক্রমণ করলে বিট অফিস থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। গ্রামবাসীর হামলায় বিট অফিসের পাঁচজন কর্মচারী আহত হয়েছেন।

বিট অফিস সূত্রে জানা যায়, উপজেলার কাথাচুরা এলাকার আবদুল গফুরের ছেলে জামান মিয়া গত শুক্রবার বনের জমিতে একটি ঘর তুলে। ওইদিন বিট অফিস থেকে লোক গিয়ে ওই ঘর ভেঙে দিয়ে অভিযুক্ত জামান মিয়াকে আটক করে। পরে তার নামে বন মামলা দিয়ে বন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনার পর গত শনিবার বিকালে বিট অফিসের কর্মকর্তা কর্মচারীরা রামচন্দ্রপুর এলাকায় গিয়ে নিজাম নামে এক বনদস্যুকে আটক করে। এ সময় ভূমি দস্যু ইব্রাহিম সিকদারের নেতৃত্বে সুরুজ্জামান, মাইন উদ্দিনসহ ৫০-০৬ জন গ্রামবাসী তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের আক্রমণে বিট কর্মকর্তা রফিকুল ইসলাম, বনপ্রহরী জহিরুল ইসলাম, আবুল কাশেম, রণজিত কুমার ম-ল, সাইদুর রহমানসহ পাঁচজন মারাত্মক আহত হয়। বন দস্যুরা তাদের মারধর করে তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist