নিজস্ব প্রতিবেদক

  ০৬ জানুয়ারি, ২০১৮

উপযুক্ত সময়ের অপেক্ষায় বিএনপি

মওদুদ আহমদ

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, একাদশ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবিতে উপযুক্ত সময়ে আন্দোলনের কর্মসূচি দেবে তার দল। দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের এ বক্তব্য আসে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমঝোতার পথে যাবে না। একমাত্র বিকল্প হলো রাজপথ। গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের ব্যবস্থা করার জন্য।’

বিএনপি ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয় দফায় সরকার গঠনের পর আওয়ামী লীগ আরো চার বছর পার করে দিয়েছে রাজনীতিতে বড় কোনো চ্যালেঞ্জ ছাড়াই।

সংসদের বাইরে থাকা বিএনপি এখন ‘তত্ত্বাবধায়ক সরকারের’ দাবি থেকে সরে এসে একইরকম ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের’ অধীনে আগামী নির্বাচন করার দাবি জানিয়ে আসছে। ওই দাবি আদায়ে আন্দোলনে নামার কথাও বিএনপি নেতারা বললেও রাজপথে তাদের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যে হাসি-ঠাট্টা করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সময় যখন আসবে, তখন আমরা কর্মসূচি দেব। সে জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা উপযুক্ত সময়ে, উপযোগী সময়ে আন্দোলনের সেই কর্মসূচি দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist