এ কে বোরহানউদ্দিন

  ২৬ মার্চ, ২০১৮

কবিতায় শেখ হাসিনা

আমরা শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখি!

আমরা স্বাধীনতার শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখি!

আমরা এখন টুঙ্গিপাড়া নিয়ে কবিতায় কথা বলি!

কিন্তু কবিতা শুধুই কী কবিতা?

কতজন মানুষ কবিতা লিখি?

হাজার কবিতাÑনা হয় লাখো কবিতা।

দেখো ওই চেয়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়াÑ

বাংলাবান্দা থেকে ছেড়াদ্বীপ; উত্তর-দক্ষিণ

এবং জাফলং থেকে তালপট্টি; পূর্ব-পশ্চিমÑ

কোটি কোটি মানুষ শেখ মুজিবের কথা বলেÑ

তারা কবিতা না লিখেও এক একজন কবি...

তারা মাটি ও মানুষের কবি!

কারণ শেখ মুজিব এই মাটি ও মানুষকে ভালোবেসেছেন

তেমনি, যেমন সূর্যের আলো!

সূর্যের আলো বিনা ফসল ফলে না,

কৃষকের হাসি ফোটে নাÑ

তেমনি শেখ মুজিব বিনা

এই বাংলায় সাধারণ মানুষের হাসিও ফোটে না।

আজ সেই অব্যক্ত শূন্যতা পূরণেÑ

যদিও শেখ হাসিনার আগমন বাংলাদেশে,

বাংলার সাধারণ মানুষের জন্য বিরামহীন তার সংগ্রাম!

বত্রিশ নম্বরের স্বাধীনতা ভবনে শান্তির পায়রা হয়ে

বাংলার নভোনীলে তার বিচরণ বঙ্গবন্ধুর স্মৃতিতেÑ

বঙ্গকন্যা শেখ হাসিনা এক অপার মহিমা!

তবুও স্বাধীনতার শেখ মুজিবের স্থান পূরণ হওয়ার নয়!

আর তাই তো আমরা

শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখিÑকথা বলি।

আমরা স্বাধীনতার শেখ মুজিবকে নিয়ে লিখি,

আমরা এখন টুঙ্গিপাড়া নিয়ে কবিতা লিখি!

জাতিসংঘের মানদ-ে বাংলাদেশ

আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশ!

যার ফলে হবে উন্নত বাংলার স্বপ্নসাধ পূরণে

শেখ হাসিনাকে নিয়ে কবিতা লেখার সময়!

এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নে যিনি হবেন ইস্পাত-কঠিন!

অপয়া শক্তিগুলো যেন চারপাশ থেকে আর আঁকড়ে না ধরে

তার জন্য কঠিন ত্যাগের মহিমায়-

বাংলাদেশের সাধারণ মানুষের হাসি ফোটাতে

তাকে হতেই হবে ইস্পাতের ন্যায় বজ্রকঠিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist