আমিন আশরাফ

  ২৫ আগস্ট, ২০১৭

এক উড়ন্ত মেঘবতি

আলুথালু আকাশে ফের উড়ছে শাদা শাদা নাকফুল পায়রা

নির্মোহ কাগজে ছাপা হচ্ছে তোমার কাশবন উপত্যকা,

ঘোরলাগা ঠোঁট মখমলের চে কোমল রান-বাহুর মনন ও মোহনা।

আয়োজনের ষোলকলা নিয়ে প্রবাহিত নদী

অবগাহনে নিঃশব্দে জেগে উঠে শরীরে প্রতিটি মৃত কোষ,

অজানা করিডোর আর দুপাহাড়ের অপ্রশস্ত গলিতে পায়চারি করে নীলময় আকাশ।

আচানক অবিশ্বাসের দোলাচলে কেঁপে উঠে মুখ ও মুখোশ

নেপথ্যে কে যেন আবৃত্তি করে, রফিক আজাদের শরৎ কবিতা

লুফে নেয় রবিঠাকুরের অপ্রকাশিত শারদ শুভেচ্ছা আর অগণন কবিতা।

জীবনানন্দে বুঁদ হয়ে আমি প্রেমে পড়ি জলরঙা

শরতের, মেঘরঙা দুপাড়ওয়ালা শাড়ির, নীল টিপ পরা এক উড়ন্ত মেঘবতির।

এ প্রেম এক শরতের, ঘাসফুল উড়া

শাদা ভোরের, ধূসর বিকেলের ঠোঁটছোঁয়া আবেগঘন মুহূর্তের।

অহনা! আরেকটু স্পর্শ নিতে পারো

রঙধোয়া এ শারদ যৌবনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist