মাহবুবুল আলম

  ২৫ আগস্ট, ২০১৭

শরতের কথকতা

শরতের আকাশে পেঁজা তুলোর মতো

মেঘমালা উড়ে যায়, তার সাথে উড়ে যায়

আমার এ মন দূরে বহু দূরে, কোন সে

অচিনপুরে, তার ঠিকানায়।

কতবার বলেছি ভুলে যাবো তারে, তবু পারিনি

ভুলে যেতে-সেই মুখ সেই চোখ

অবিকল মুখের আদল, শুধুই চোখে ভাসে

বাড়ায় কেবল মনের দহন।

মেঘের ডানায় ওড়ে পাই যদি খোঁজ তার

আকাশের দূর দেশে, বিনয় মিনতি করে

ফিরিয়ে আনবো তারে শরতের কাশবনে

গড়বো সুখের নীড় আমরা দুজন।

সেখানে থেকে শরতের ধানের ক্ষেতে

ডাহুকের ব্যাকুল আহ্বানে, প্রণয়ের

মধুর সংগীত গেয়ে গেয়ে তুলে আনবো

শাপলা-শালুকের নানা ব্যঞ্জন।

আবার ওড়বো মেঘে, সুখসারি হয়ে

চলে যাবো নিরুদ্দেশে অচিন ঠিকানায়

আবার ফিরবো তখন শরৎ উৎসবে

চড়ে একই মেঘের ভেলায়।

এইতো শরৎ আমাদের প্রিয় ঋতু

প্রিয় সময় দক্ষিণা সমীরণের সুখের পরশ

বুলায় অঙ্গে প্রণয়িনীর কোমল ছোঁয়া

চাঁদের আলোয় ডুবে চলে অভিসার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist