শোবিজ ডেস্ক

  ২১ জুলাই, ২০১৭

সর্বকালের সফল গান ‘দেসপাসিতো’

গানের দৃশ্যমাত্র ছয় মাসেই ইতিহাস গড়েছে ‘দেসপাসিতো’। এটাই এখন বিশ্বে সর্বকালের সবচেয়ে বেশিবার বাজানো গান। ইউনিভার্সাল মিউজিক গত বুধবার জানিয়েছে, পৃথিবীজুড়ে অ্যাপল মিউজিক, স্পটিফাই, গুগলপ্লে, আমাজন আনলিমিটেড, ডিজার, ইউটিউবসহ জনপ্রিয় প্লাটফর্মগুলোতে এখন পর্যন্ত ৪৬০ কোটি বারেরও বেশি বেজেছে এটি। এই সংখ্যার সামনে নেই আর কোনো গান।

বিশ্বের ৩৫ দেশের মিউজিক টপচার্টগুলোতে এখন শীর্ষে আছে ‘দেসপাসিতো’। ইউএস বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ১০ সপ্তাহ, স্পেনে ১৭ সপ্তাহ টপচার্টের শীর্ষে এবং ব্রিটেনে ৯ সপ্তাহ এক নম্বরে আছে এই গান। দেশে দেশে এফএম রেডিওগুলোতেও এটি দেদার বাজানো হচ্ছে বলে এক বিবৃতি জানিয়ে এসব তথ্য দিয়েছেন ইউনিভার্সাল মিউজিক গ্রুপের প্রধান নির্বাহী লুসিয়ান গ্রেইঞ্জ।

দেসপাসিতোই এখন সর্বকালের সবচেয়ে সফল স্প্যানিশ ভাষার পপগান। গত জানুয়ারিতে প্রকাশিত হয় পুয়ের্তোরিকান গায়ক লুই ফনসি ও র‌্যাপার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া গানটি। প্রকাশের পরপরই লাতিন আমেরিকায় জনপ্রিয়তা পায় এটি। তবে অন্যান্য দেশের নজরে আসে কানাডিয়ান হার্টথ্রব জাস্টিন বিবারের সুবাদে। এক নাইট ক্লাবে এই গান শুনে রিমিক্সের আগ্রহ দেখান তিনি। তার অংশগ্রহণে ‘দেসপাসিতো (রিমিক্স)’ প্রকাশের পর সাড়া জাগায়। ইতোমধ্যে ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় চার নম্বর স্থান দখল করেছে এটি। মজার বিষয় হলো, দেসপাসিতোর আগে বিশ্বে সবচেয়ে বেশিবার বাজানো গানের রেকর্ড ছিল ২০১৫ সালে প্রকাশিত বিবারের ‘সরি’ গানের দখলে। এটি বেজেছে ৪৩৮ কোটি বার। তালিকায় তিন নম্বরে আছে ব্রিটিশ তারকা এড শেরানের ‘শেপ অব ইউ’ (৪০৭ কোটি বার)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist