reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০১৭

সাদাকালোর ডিজাইনে পোলকা ডটস

১৯২৬ সালে মিস আমেরিকার পরনের পোলকা ডট প্রথম সবার নজর কাড়ে। পোলকা ডট যখন হলিউডে ভালোমতো জায়গা করে নেয়, তখন বিখ্যাত সিনেমাগুলোতে পোলকা ডট-এর সমাহার দেখা যায়। তিরিশের দশকে এই পোলকা ডট তরুণদের ফ্যাশন জগতে আলোড়ন তোলে। যুগ পরিক্রমায় পোলকা ডটের ব্যবহার হয়ে ওঠে শাশ্বত ও সর্বজনীন। সব সময় এটি ফ্যাশনপ্রিয় মানুষের আগ্রহের বিষয় হয়ে থেকেছে।

এই পোলকা ডটকে নিয়ে সাদাকালো এবার তাদের ঈদ আয়োজনের ডিজাইন করেছে। বড়, মাঝারি, ছোট নানা ধরনের পোলকা ডট ব্যবহার করা হয়েছে। ডট-এর নানারকম আকারের সঙ্গে কখনো ব্যবহার করা হযেছে স্ট্রাইপ, কখনো চেক, কখনো ফুল-লতা-পাতা, মধুবনি মোটিভ। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট, টপস তৈরি হয়েছে স্ক্রিন, ব্লক, এমব্রয়ডারি, কারচুপিসহ নানা মাধ্যমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist