reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০১৭

বাংলার মেলা

ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। ঈদ ঘিরে বাংলার মেলা সবার জন্য তৈরি করেছে নানা ডিজাইনের

পাশাক, ঈদের সময়টা গরম থাকায় ফ্যাব্রিক ও রঙের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার

কটনের ব্যবহার থাকছে বেশি, কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয়, সেদিকটি লক্ষ রাখা হয়।

বাংলার মেলার পাঞ্জাবি : ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবিমাল্টি স্ট্রাইপ এসব ম্যাটেরিয়ালে করা হয়েছে লং, মিডিয়াম ও শর্ট লেংথে ট্রেন্ডি পাঞ্জাবি। ফ্লোরাল, জিওম্যাট্রিক, ইসলামিক নকশায় কারচুপি, মেশিন এমব্রয়ডারি, কাঁথা ভরাট, শেডওয়ার্ক, গিট কাজে জয়শ্রী ও এন্ডি

পাঞ্জাবিতে থাকছে অনেকগুলো ডিজাইন। এ ছাড়া শর্ট লেংথে ভিন্ন ভিন্ন নেকলাইনে করা হয়েছে ট্রেন্ডি পাঞ্জাবি। কটন সাদা ও ন্যাচারাল এন্ডিতে ট্রেডিশনাল লেংথে কাঁথা ও ভরাট শেডওয়ার্ক কাজে পাঞ্জাবি করা হয়েছে অনেকগুলো ডিজাইনে। দাম : ৯৫০- ৪,০০০ টাকা। চুড়িদার ও আলিগড় দুই ধরনের পাজামা/ট্রাউজার পাওয়া যাবে বাংলার মেলার সবগুলো আউটলেটে। পাঞ্জাবির সঙ্গে টুপির কালেকশন করা হয়েছে ঈদ ঘিরে। নকশিকাঁথা করা এসব টুপির দাম পড়বে ৩০০-৩৫০ টাকা।

বাংলার মেলার শাড়ি : শাড়ি বাংলার মেলার অন্যতম আকর্ষণ, অর্গানজাসিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইলের শাড়ি থাকছে এবারের কালেকশনে। অর্গানজাসিল্কে ব্লক প্রিন্টের সঙ্গে কারচুপি, মেশিন

এমব্রয়ডারি ব্যবহার করে করা হয়েছে এক্সক্লুসিভ শাড়ি। দাম : ৫,০০০-১২,৫০০ টাকা। হাফসিল্ক

শাড়িতে ব্লক, প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি, কাঁথা ভরাট কাজের সঙ্গে ব্যবহৃত হয়েছে গ্লাস ও

সিকোয়েন্স। দাম : ৩,০০০-৪,০০০ টাকা। নিজস্ব বুননে টাঙ্গাইল কটন শাড়িতে থাকছে ব্লক, হ্যান্ড ফ্রেমপ্রিন্ট, কাঁথা, গ্লাস, চুমকির কাজ। দাম : ১,০৫০-২,৫০০ টাকা। মিরপুর কাতান শাড়ি পাওয়া যাবে অনেকগুলো রং ও ডিজাইনে। দাম : ৩,৫০০-৬,০০০ টাকা।

বাংলার মেলার ফতুয়া ও শার্ট বাংলার মেলায় এবারে হাফশার্টে রাখা হয়েছে অনেক ভেরিয়েশন। এন্ডি ও কটনে ফ্লোরাল জিওম্যাট্রিক

নকশায় ব্লক, স্ক্রিনপ্রিন্ট, ভেজিটেবল ডাই, বাটিক থাকছে অনেকগুলো রং ও ডিজাইনে হাফশার্ট।

পাশাপাশি হাফ ও ফুলস্লিভ ফতুয়া করা হয়েছে অনেকগুলো ডিজাইন ও ভিন্ন ভিন্ন নেকলাইনে।

দাম : ৬৫০-১,৫৫০ টাকা।

বাংলার মেলার সালোয়ার ও কামিজ : বাংলার মেলায় এবার সালোয়ার-কামিজে এবার থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভেরিয়েশন।

এন্ডি কটন জয়শ্রী সিল্ক ও মিল খাদিতে উজ্জ্বল সব রঙের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের ম্যাটেরিয়ালের ব্যবহার।

ভিন্ন ভিন্ন নেকলাইনে কামিজে শর্ট, থ্রি কোয়ার্টার, ফুল তিন ধরনের স্লিভই রাখা হয়েছে। লং ও শর্ট

দুই ধরনের লেংথই রাখা হয়েছে এবারের কামিজে। জয়শ্রী সিল্ক, এন্ডি কটনে কারচুপি, এমব্রয়ডারি

কাঁথা কাজে কামিজের সঙ্গে স্ট্র্রাইপ টুটোন বুননের সালোয়ার ও হাফসিল্ক দোপাট্টা থাকছে এবারের

এক্সক্লুসিভ সালোয়ার-কামিজ কালেকশনে। পাশাপাশি কটন সালোয়ার-কামিজে আনা হয়েছে

অনেকগুলো ডিজাইন। দাম : কটন ২,০০০ থেকে ৪,০০০ টাকা। সালোয়ার-কামিজের সঙ্গে সিঙ্গেল

কুর্তা ও ফতুয়ায় রাখা হয়েছে অনেকগুলো ডিজাইন। দাম : ৬০০-২,৫০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist