জীবনযাপন ডেস্ক

  ১৯ মে, ২০১৭

গরমের কাপড় আলিশা!

গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে আলিশা কাপড়ের কোনো জুড়ি নেই। এই কাপড় শামু সিল্কের মতো নরম এবং লিলেনের মতো আরামদায়ক। উজ্জ্বল রঙের নরম কাপড় ‘আলিশা’ এসেছে চীন থেকে। আরামদায়ক হওয়ায় ইতোমধ্যে এটা জনপ্রিয় হয়ে উঠেছে ফ্যাশনপ্রিয়দের কাছে। আলিশা কাপড় নরম এবং পাতলা হলেও ভেতরে আলাদা কোনো ফলস দেওয়ার প্রয়োজন নেই। কামিজ, ফতুয়া ও টপস বানাতে পারবেন এই কাপড় দিয়ে। গাউছিয়ার ‘সৌরভ ক্লথিং’ স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, অনেকেই একবার কিনে আবারো ফিরে আসছে আলিশা কেনার জন্য।

আরেকটি সদ্য আসা কাপড় উঠেছে চাঁদনী চকের ‘লামহা’ স্টোরে। গরমে পরার উপযোগী পাতলা এই কাপড়টি কাশ্মীরি জর্জেট। বড় বড় ফুলেল প্রিন্টের পাশাপাশি জীবজন্তুর ছবির প্রিন্টও পাওয়া যাচ্ছে এই কাশ্মীরি জর্জেটে। মিষ্টি ও উজ্জ্বল রঙের এই কাপড় দিয়ে কামিজের পাশাপাশি বানানো যাবে গাউনও। আলিশা ও কাশ্মীরি জর্জেট কাপড় কিনতে চাইলে গজপ্রতি ২৫০ টাকা গুনতে হবে আপনাকে। ঈদকে সামনে রেখে আরামদায়ক এসব কাপড়ের মধ্যে আরো নতুন ডিজাইন আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist