মারুফা আক্তার তৃপ্তি

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

চেতনায় বাংলা ভাষা

কী করে ভুলে যাব শহীদের রক্তে রাঙা

ভাষার দ্যুতিতে এই রক্তিমতা

অক্ষরগুলো রক্তের সাগরে করে স্নান

শিমুল পলাশে মিশে আছে আজও

তার হৃৎপিন্ড শিহরিত ঘ্রাণ

হলুদ সকালে রোদেলা দুপুরে কিংবা

গোধূলি সন্ধ্যায় পাখির কলতানে

নিশুতি-রাত্রির স্বপ্নের ভেতরে তুমি

জেগে থাকো চিরদিন

শোধ হবে না কখনো এই বাংলার জন্যে

সালাম, বরকত, জব্বারের রক্তঋণ;

আরো অনেক শহীদের রক্তে ভেজা

আমার প্রাণের এই বর্ণমালা

এই ভাষার মহান সংগ্রাম থেকেই

বঙ্গবন্ধুর এই বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close