আশিক সালাম

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

আমার ক্রন্দন

গরুড়ের ক্ষুধা নিয়ে বিরহ-ব্যাকুল

অনেক কেঁদেছি আমিÑকেঁদেকেটে ভাসায়েছি বুক

আমার ক্রন্দন শুনে অকপটে কেঁদেছে আকাশ

ঝরেছে বৃক্ষের পাতা ধুলোর সংসারে

হু-হু করে বয়ে গেছে শীতের বাতাস

হিমগিরি গলে গলে বয়ে গেছে নদী

অবিরল অশ্রুপাতে লবণাক্ত হয়েছে সাগর

অনর্গল ডেকে ডেকে সারসের কণ্ঠ চিরে ঝরায়েছি লাল

তবুও পাষাণী তুই এমনই বধির

শ্রবণে পশেনি তোর অনিঃশেষ আমার ক্রন্দন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close