খোকন মাহমুদ

  ১৪ এপ্রিল, ২০১৭

বীজপত্র

পালকের ঘ্রাণ থেকে উড়ে আসা হিম, অসীম কুয়াশায়-

ছুটে গেছে যারা, তারা কি খোলেনি জীবনের গাঢ় স্বাদ?

খসে পড়া নক্ষত্রের রাত কিভাবে ক্ষরণ গহ্বরে মিশে যায়

আমি শুধু খুঁজি ধূসর পাতার বিষণœতা- বিষাদ... বিষাদ

জলের শ্বাস থেকে যেটুকু উঠে আসে নিগূঢ় অন্ধকার

মৃত স্বপ্নের ধ্বস্ত আঙুলে উড়ে গেছে অদৃশ্যমান সুতো...

কারা বুনে গেছে অনুরক্ত হিমাগার, ধনুকের খ-িত হাড়?

তখনো বুঝিনি, কেন পিতামহীর অন্ধঘড়ি পাশ ফিরে শুতো

রক্তাক্ত আপেলে উদ্ভাসিত পূর্বপুরুষের গোত্রগ্রাম

প্রাচীন আয়নার বিভক্ত হ্রদে ভেসে ওঠে বিনির্মাণ যত

অন্ধকোটরে ঝুলে থাকে শব, ফেলে আসা আমারই নাম-

মৃতদের ভিড় ঠেলে তুলে নি, মৃতশ্বাস গ্রীবা তোলে অবিরত...

শূন্যতার আদিম প্রহরে খুলেছে কে প্রথম মলাট? আমিও ছিলাম

সেইখানে মনে হয়, সবুজ আঙুলে দেখি মৃতস্বর, জম্মান্ধ ক্ষত

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist