সোহরাব পাশা

  ১৪ এপ্রিল, ২০১৭

হাওয়ার সংগীত

ক্রমশ রং ওঠে জীবনের

ধূসর হলুদ রক্তপাতে

শীত লাগে হৃদয় গহিনে;

অকৃপণ খুলে দেয় নিষেধের ঘর

সৌন্দর্যের সকল দুয়ার

ভালোবাসে সে উজ্জ্বল আগুনের খেলা

ওপরে ওঠার সিঁড়ি বেপরোয়া হাওয়ার সংগীত

কখনো সে ভুলে যায় ছায়াবৃক্ষ ‘মানুষ’ বানান

কী যে অসঙ্গতি-অঙ্গীকার অনিশ্চিত

পথের অস্থির যাত্রা তার

স্বরচিত গন্তব্যের আকাশ দেয়াল,

মস্ত বড় পাথরপাহাড়

জলের ভেতর অগ্নিময় কাঁটাতার

এই সব উপসর্গে অভ্যস্ত জীবন;

পাখিদের ডানার প্রস্তুতি দেখে নেয়

সময় তো উড়ে যায়, ভাঁজ পড়ে দেহে

তবু সে তেপান্তরের পাঠ নেয়, বড় প্রিয় এই

ঘাস-ফুলের নদীর জীবন,

প্রণয়ের মৌন ভাষা ফোটে নিরন্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist