মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

সুদের চাপে আত্মহত্যা

সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাচ্চু কাজি (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সুদখোরের হুমকির মুখে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন বাচ্চু কাজির স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঘিওর উপজেলার নালি ইউনিয়নের হেলাচিয়া গ্রামে।

গতকাল বৃহস্পতিবার হেলাচিয়া নির্জন স্থানে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বাচ্চু কাজির স্ত্রী শান্তি বেগম জানান, বছর খানেক আগে তার স্বামী বাঠুইমুরি গ্রামের আলমগীরের কাছে থেকে ৬ হাজার টাকা সুদে হাওলাত করেন। প্রতিমাসে ১০ টাকা হারে সুদ দেয়ার কথা ছিল। এপর্যন্ত সুদের ছয় হাজার টাকা শোধ করেছেন। কিন্তু গত বুধবার বিকেলে আলমগীর হোসেন বাড়িতে এসে সুদসহ ৩০ হাজার টাকা দাবি করেন। গত শুক্রবারের মধ্যে পুরো টাকা পরিশোধ না করলে বাচ্চু কাজিকে তুলে নেয়ার হুমকি দেয় আলমগীর। হুমকি দিয়ে বলে টাকা পরিশোধ না করলে তার ছেলেদের ধরে নিয়ে যাওয়া হবে। বিচার বসিয়ে অপমান করা হবে। স্থানীয়রা জানান, আলমগীর ও তার ভাই জাহাঙ্গির বাঠুইমুরি বাজারে ফ্লেক্সি লোডের ব্যবস্থাসহ সুদে টাকা খাটানোর ব্যবসা করেন। বাজারে ভাই ভাই টেলিকম নামের একটি দোকান আছে। সুদের ব্যবসা করেই তাদের অবস্থা এখন রমরমা। বাচ্চু কাজির বাড়িতে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান আব্দুল কাদেরও আলমগীরদের সুদের ব্যবসার কথা স্বীকার করলেন। সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাচ্চু কাজি আত্মহত্যা করেছে বলে তিনি স্থানিয়দের কাছে শুনেছেন বলে জানান। তবে আসল ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বাচ্চু কাজির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সুদখোড়দের চাপে আত্মহত্যার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist