চুনারুঘাট প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

বৃষ্টির কারণে দুই হাজার হেক্টর জমির ধান ও শাকসবজির ক্ষতি

নিম্নচাপের কারণে তিন দিনের বৃষ্টিতে চুনারুঘাট উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর আমন ফসল ও ৪০০ হেক্টর শীতকালীন শাকসবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্রায়নের এমন মাঝারি বৃষ্টিতে নিম্নাঞ্চলের জমির আমন ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক জমির ধান পানির নিচে রয়েছে। অনেকেই আমন ধান কাটতে শুরু করলেও তাদের কাটা ধান বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। শীতকালীন শাকসবজির মধ্যে রয়েছে, গোলআলু, মিষ্টি আলু, মরিচ, ধনিয়া, সরিষা, গম, মশুর, মাসকলাই ইত্যাদি। এছাড়া শতাধিত হেক্টর জমির বোরো বীজতলাও নষ্ট হয়েছে। চুনারুঘাট উপজেলায় এবার প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে আমন ফসল রোপন করা হয়েছিল। ফসলও হয়েছে বাম্পার। অগ্রায়নের শুরুতেই কৃষকরা এসব ফসল তুলতে শুরু করেন। কিন্তু নি¤œচাপের কারণে তিন দিনের হালকা ও মাঝারি বর্ষনের কারণে নিম্নাঞ্চলের জমির ধান পানিতে তলিয়ে যায়। বাতাসে জমির ধান ফেলে দেওয়ার কারণে এসব জমির ধানও এখন কৃষকরা পানিতে কাটছেন। উপজেলা কৃষি বিভাগ মনে করছে মওসুমের শুরুতেই বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ শতাংশ জমির পাকা ধান পানিতে ডুবেছিল। এসব জমির ধান অনেকাংশে নষ্ট হয়ে গেছে। এখনও কৃষকরা পানিতে ধান কাটছেন। অনেকের জমিতে কেটে রাখা ধানও বেশি নষ্ট হয়েছে। তবে কৃষি বিভাগ আমন ফসলের কি পরিমান ক্ষতি হয়েছে তা সঠিকভাবে নিরূপণ করতে পারেনি। উপজেলা কৃষি বিভাগে হিসেবে উপজেলায় প্রায় ৪শ হেক্টর জমির শীতকালীন শাকসবজির ক্ষতি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist