সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

নারীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়

বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে দুটি গভীরভাবে সম্পর্কিত। নারীর ক্ষমতায়ন বাল্যবিয়ে রোধে বড় ভূমিকা পালন করতে পারে। তবে এক্ষেত্রে মা বোনদের সবার আগে এগিয়ে আসতে হবে। তারা নিজেরা সচেতন হলে বিশেষত বাল্যবিয়ে রোধের এই বড় কর্মযজ্ঞ দ্রত সফলতার মুখ দেখবে। দেশের অর্ধেক নারী। তাই এদের উন্নয়ন ব্যতিরেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার বিকালে সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে রোধ’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরা আজ পড়ালেখায় এগিয়ে এসেছে। নারীদেরকে স্বাবলম্বী করতে শেখ হাসিনার সরকার সেলাই প্রশিক্ষণসহ নানা কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নারীরা যেমন প্রতিষ্ঠিত হবে, সেই সাথে সরকারের ২০২০-২০২১ রূপকল্প বাস্তবায়িত হবে। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আ’লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। উপজেলা আ’লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ ও পাবনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, উলাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, নারী নেত্রী মাহিন ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য রিবলী ইসলাম কবিতা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist