রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৭

রূপগঞ্জে সড়ক সংস্কার ও প্রশস্তের দাবিতে বিক্ষোভ ও অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শিল্প কারখানার শত শত মালবাহি ট্রাক চলাচলের কারণে বিদ্ধস্ত সড়ক সংস্কার ও প্রসস্থ করার দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উজেলার তারাবো দক্ষিণপাড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযোগ আছে, এ ব্যাপারে তারাব পৌরসভা ও স্থানীয় শবনম মিল কর্তপক্ষের কাছে এলাকাবাসী বারবার দাবী জানানোর পরেও তারা এ ব্যাপারে কোন আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। এ কারণে এলাকাবাসী শিল্পকারখানার যানবাহন বন্ধ করে দিয়ে রাস্তাটিতে অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, তারাবো দক্ষিনপাড়া এলাকাটিতে প্রায় লক্ষাধিক মানষের বসবাস। তারাব বাজার থেকে সোনালী পেপার মিল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা। রাস্তার পাশে গড়ে উঠেছে শবনম ওয়েল মিল, রহমান কেমিক্যাল, সোনালী পেপার মিলসহ বেশকয়েকটি শিল্প কারখানা। ১২ ফুট এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত এ সকল শিল্প কারখানার শত শত মালবাহি ট্রাক চলাচল করছে। এসকল গাড়ী চলাচলের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙ্গে নানা জায়গায় খানা খন্দে ভরে গেছে। ফলে এলাকাবাসীর যাতায়াত, স্কুল/কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী, এমন কি মূমুর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সময় যানজটের কারনে অপেক্ষা করতে ঘন্টার পর ঘন্টা।

বিক্ষোভে উপস্থিত হয়ে তারাবো পৌর নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার ও উপ-সহ প্রকৌশলী মুজাহিদ হোসেন তুষার এবং শবনম ওয়েল মিলের ইঞ্জিনিয়ার জসীম ১৫০ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারণ ও প্রসস্থ্য করে দিবে বলে আশ্বাস দিলে অবোরোধকারীরা অবোরোধ তুলে নেয়। বিক্ষোভকারীদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সাত্তার মেম্বার, শহিদুল্লাহ মুন্সী, রোস্তম আলী, মাসুম মিয়া, সালমা বেগম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist