সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৭

আজ ত্রিমোহনী ঘাটের সেতু উদ্বোধন

৭০ কিমি দূরত্ব কমল সাঘাটার সঙ্গে গোবিন্দগঞ্জের

অবশেষে বাস্তবায়নাধীন সাঘাটা উপজেলা সদর বোনারপাড়া থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের সংযোগস্থল আলাই-কাটাখালী নদীর উপর ত্রিমোহনী ঘাটের সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুটির দু’পাশে আকর্ষণীয় এপ্রোচ সড়ক নির্মাণ কাজও শেষ। আজ বহস্পতিবার জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া। সেতুটি উদ্বোধনের ফলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে পাল্টে যাবে সাঘাটা উপজেলার দৃশ্যপট। কমে আসবে দুই উপজেলার মধ্যে সড়কপথের ৭০কি.মি পথ। মাত্র ১২কি.মি পথ পাড়ি দিয়ে সাঘাটা উপজেলাবাসী মাত্র ২৫মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ মহাসড়কে গিয়ে দেশের যেকোন অঞ্চলে যেতে পারবেন। প্রসারিত হবে অত্র এলাকার ব্যবসা বাণিজ্যের। জীবন যাত্রার মানও বাড়বে। এ কারণে সেতুটি উদ্বোধন নিয়ে দুই পাড়ের মানুষের মাঝে এখন চলছে আনন্দের ইমেজ ও সাজ সাজ রব।

সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কনস্ট্রাক্শন অব লং ব্রীজ-১, উপজেলা এন্ড ইউনিয়ন রোড্স প্রজেক্টের (এলবিসি) আওতায় ত্রিমোহনী ঘাটের সেতুটি নির্মাণ কাজ হাতে নেওয়া হয়। এলজিইডির সবচেয়ে দীর্ঘ এই সেতুটির দৈর্ঘ্য ৩৬০.৪০মিটার পিসি গার্ডার ব্রীজ। সেতুটি ২৯ কোটি ১২ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ঢাকার সুরমা এন্টারপ্রাইজ নির্মাণ কাজ সমাপ্ত করে।

ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী। মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। সেতুটি উদ্বোধনের পর জনসাধারণের জীবন জীবিকার উন্নয়নের পথ সুগম হবে এবং দুই উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ও সৃষ্টি হবে সেতু বন্ধন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist