শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০১৭

অ্যাসিডের বিষক্রিয়ায় ৭ গৃহপালিত পশুর মৃত্যু, অসুস্থ ৩৫

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় পোড়ানো বিষাক্ত অ্যাসিডে বিষক্রিয়া ঘটে সাতটি গৃহপালিত পশু মারা গেছে। বিষাক্ত অ্যাসিডে আক্রান্ত হয়ে আরো ৩৫ পশু অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখার চালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধিতকর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তবে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ। গ্রামবাসী জানান, গ্রামের বেশ কয়েকজন কৃষকের গৃহপালিত পশু গরু-ছাগলের কিছু দিন হলো ঝিমুনি রোগ দেখা দেয়। পরে আজ বেশ কয়েকটি গরু-ছাগল অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে অসুস্থ পশুগুলো ছটফট করতে করতে মারা গেছে। তারা আরো জানান, গতকাল বৃহস্পতিবার ভোরবেলা আলমাছ খানের ৭ মাসের একটি গর্ভবতী গাভী মারা যায়। এর আগে একই এলাকার গোলাম মোস্তফা খানের ১টি গাভী, শরীয়ত হোসেন খানের ২টি গাভী, ছফুরা খাতুনের ১টি গাভী, ফুলেছা খাতুনের একটি ছাগল, ইদ্রিস আলীর ২ গাভী অসুস্থ হয়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আলমাছ খান জানান, গভীর রাতে ব্যাপক পরিমানের ব্যাটারি পুড়িয়ে এলাকার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এ সময় ব্যাটারির অ্যাসিডে আক্রান্ত হয়ে আমার ৬০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী মারা গেছে। আরো ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় অসুস্থ হয়ে পড়ে আছে। কারখানার মালিক শাকিল আহম্মেদ জানান, দেশের অনেক স্থানে এভাবে ব্যাটারি পড়িয়ে সিসা তৈরি করা হয়। আমাদের দ্বারা যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার হবে। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল বলেন, ঘটনাটি শুনে আমিসহ ভেটেরিনারি সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist