মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৭

মনোহরগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে পিএসসি ও সমাপনী পরীক্ষা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে চলছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালীন উপজেলার ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা কেন্দ্র ও হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।

লক্ষণপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করছেন উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলাম, সচিবের দায়িত্ব পালন করছেন মাদরাসার অধ্যক্ষ ছানা উল্লাহ বশারী, হল সুপারের দায়িত্ব পালন করছেন ফারুক হোসেন, সহহল সুপারের দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেন। এ কেন্দ্রে মোট ৪৮৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিকে হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হানিফ মিয়া, সচিবের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার, হল সুপারের দায়িত্ব পালন করছেন ফখরুল ইসলাম, সহ-হল সুপারের দায়িত্ব পালন করছেন নিজাম উদ্দিন। এ কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist