মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৭

নির্মাণকাজ শেষ না হতেই ড্রেনে ফাটল

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬ কোটি টাকার বেশি ব্যয়ে সড়কের সঙ্গে ড্রেন নির্মাণ কালেই মধ্যভাগে দীর্ঘ ফাটল ধরেছে। উপজেলার জগদীশপুর-অলিপুর ১৪ কিলোমিটার এলজিইডি সড়কে আরটিআইপি-২ প্রকল্প সংশ্লিষ্ট শাহজিবাজার রাবার বাগান এলাকায় সড়কের পাশে এই ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, নি¤œমানের কাজের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার প্রকল্পের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ স্থগিত করেছেন। মাধবপুর এলজিইডি বিভাগ সূত্রে জানায়, ৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে জগদীশপুর-অলিপুর ১৪ কিলোমিটার সড়কের মেরামত কাজের মধ্যে শাহজিবাজার রাবার বাগান এলাকায় ১৫০ ফুট দীর্ঘ গভীর ড্রেন রয়েছে। নির্মাণকাজ করছে মেসার্স নিলু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শাহজিবাজার রাবার বাগান সাবেক সিবিএ সভাপতি খাদেম বাহার আলী শাহ্ জানান, রাবার বাগান পাহাড় কেটে মাটি নিয়ে নির্মিত ড্রেনের পাশে দেয়া হয়েছে এতে দুটি ক্ষতি হয়েছে প্রথমত পাহাড় কেটে মাটি নেওয়ার কারণে পাহাড় ধসে পড়বে, হুমকির মুখে রয়েছে রাবার বাগান আর বালুর স্থলে ড্রেনের পাশে মাটি দেওয়ায় ড্রেনে ফাটলসহ ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিক নেতা শাহাবুদ্দিন মিয়া জানান, সড়কের ফতেহ গাজী মাজারের পাশে সেতুর কাছে সড়কে কিছু অংশ এখনই দেবে গেছে।

মাধবপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজির উল্লাহ সিদ্দিকী জানান, আরটিআইপি-২ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গত মঙ্গলবার উক্ত এলাকা পরিদর্শন করেছেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কাজের কিছু পরিবর্তন হতে পারে। গত জুন মাসে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। সময় বৃদ্ধি করা হয়েছে আগামী ডিসেম্বরে শেষ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist