প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৭

সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধির পাঠানো খবর :

গাইবান্ধা : গাইবান্ধা বিআরটিএ’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, পৌরমেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন আব্দুশ শাকুর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী মুকুল হোসেন, অধ্যক্ষ জোবাইদুর রহমান, ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল করিম প্রমুখ।

বাগেরহাট : সকালে বাগেরহাট শহর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ বাগেরহাট সার্কেলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিআরটিএ এর খুলনা সার্কেল এ মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদৎ হোসেন, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ ও বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

বগুড়া : বিআরটিএ বগুড়ার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় সকালে র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীমুন রাজিব। এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

ফরিদপুর : নানা কর্মসূচিতে ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআরটিএ’র উপপরিচালক আতিকুল আলম প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট : সকালে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বর থেকে শহরের প্রধান সড়কে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলার বিআরটিএর সহকারী পরিচালক হারুন-উর-রশীদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদিন প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, বিআরটিএ সহকারী ব্যাবস্থাপক আনোয়ার হোসেন, ইউএনও মো. নুরজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও মোটরযান পরিদর্শক শরফ উদ্দিন।

নাটোর : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের জেলা পরিষদ হল চত্বর থেকে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। পরে নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনিন প্রমুখ।

বরগুনা : বরগুনায় সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনার সূচনা হয়। নিসচার বরগুনা জেলা সভাপতি মাহবুবুর রহমান অভির সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য দেন জেলা প্রশাসক মোখলেছুর রহমান, বিশেষ অথিতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম প্রমুখ।

নড়াইল : নড়াইল জেলা প্রশাসন এবং বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সকালে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালী জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, পুলিশ সুপার বরকতউল্লাহ খান, বিআরটিএর সহকারী পরিচালক ডালিম উদ্দিন প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : নিসচা ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিসচা ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদ্যুৎ নারায়ন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফরিদুল হক খান দুলাল এমপি।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম তানসেন।

পাইকগাছা (খুলনা) : নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল শাখার উদ্যোগে র‌্যালি সকালে কপিলমুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist