ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৭

৩ দিনের ব্যবধানে ৩ লাশ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গত তিনদিনের ব্যবধানে পৃথক স্থান থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় ডহরমৌভোগ গ্রামের একটি মৎস্য ঘের থেকে অসিম মন্ডল (৫০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার ননীগোপালের মৎস্যঘেরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয় বলে এলাকাবাসী জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে মকসুদ আলী মাছ ধরতে গিয়ে আকস্মিক হৃদ ক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ছাড়া গত ১৬ অক্টোবর সকালে উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা এলাকার একটি সড়কের পাশের ডোবা থেকে মালেক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। মালেকের বাড়ি নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা উকিলপাড়ায়। অসিম মন্ডলের পরিবার জানায়, ঘটনার দিন সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। তবে তিনি আকস্মিক অসুস্থ হয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা জানান। অপরদিকে, মালেক হাওলাদারের পরিবার জানায়, ফকিরহাট বাজার থেকে রোববার রাতে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর বাড়িতে ফিরে যাননি। রাতে তাকে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়ার একপর্যায়ে ওই স্থানে সাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। ক্যাম্প ইনচার্জ এসআই মহিউদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্র্গে পাঠান। অফিসার ইনচার্জ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ উদ্ঘাটন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist