জয়পুরহাট প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৭

নৈশপ্রহরীর চাকরিও জুটল না মুক্তিযোদ্ধার সন্তানের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছাতীনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি জোটেনি মুক্তিযোদ্ধার সন্তানের। বরং মুক্তিযোদ্ধার কোটা অনুসরণ না করে ভারপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং কমিটি মোটা অংকের অর্থের বিনিময়ে নৈশপ্রহরী কাম দফতরি নিয়োগ দিয়েছেন। চাকরিপ্রার্থী স্থানীয় মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সন্তান আব্দুল আউয়াল, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা এই অভিযোগ করেন। আব্দুল আউয়াল অভিযোগ করেন, প্রতিষ্ঠানের নৈশপ্রহরী কাম দফতরি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছিলাম, কিন্তু সভাপতি হজে থাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারকে অসম্মান করে ভারপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং কমিটি মোটা অংকের অর্থের বিনিময়ে আবু তৈয়ব হিরাকে নিয়োগ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও প্রতিষ্ঠান সভাপতি নূরুল ইসলাম বলেন, আমি হজে যাওয়ার জন্য বিপ্লব কুমারকে অস্থায়ী দায়িত্ব দিয়েছিলাম। হজ থেকে ফিরে এসে দেখি মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিষ্ঠানের সভাপতিকে না জানিয়ে অর্থের বিনিময়ে এ নিয়োগ দেন। প্রধান শিক্ষক হারুনুর রশীদ বলেন, স্থানীয় এমপির প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ নিয়োগ কমিটি সকল নিয়ম মেনেই নিয়োগ সম্পন্ন হয়েছে। এখানে কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি।

মুক্তিযোদ্ধা একেএম মিছির উদ্দীন বলেন, শুধু এ নিয়োগেই নয় সকল যোগ্যতা থাকার পরও অনেক চাকরির ক্ষেত্রেই মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা মানা হয় না, তাই আমরা মুক্তিযোদ্ধা পরিবাররা হতাশ। প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এমন অভিযোগ আসতেই পারে তা একেবারেই ভিত্তিহীন। যা হয়েছে তা বিধিসম্মতভাবেই হয়েছে। আর নিয়োগ বোর্ডে আমি ছিলাম না, তবে প্রতিনিধি ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist