সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

  ১৯ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়ায় জৈবসার ব্যবহার বাড়ছে কেঁচোসারের কেজি ১২ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন সবজি ফসলের আবাদে জৈবসার ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে। তারা মাটির উর্বরশক্তি বাড়াতে সবচেয়ে বেশি গোবর সার ব্যবহার করছেন। এ ছাড়া স্থানীয়ভাবে তৈরি ভার্মিক কম্পোস্ট কেঁচোসার ব্যবহার করা হচ্ছে। সপ্তাহখানেক হলো উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় কৃষকেরা শীতকালীন সবজি ফসলের আবাদে মাঠে নামতে শুরু করেছেন। এ ফসলের মধ্যে বেশি আবাদ হচ্ছে কফি ও মুলা। কৃষকেরা চারা রোপণের আগে জমি তৈরিতে জৈবসার ব্যবহার করছেন। তারা নিজেদের মজুদ থেকে গোবর সার ব্যবহার করছেন। যাদের মজুদ নেই, এমন কৃষকেরা গোবর সার কিনে জমিতে দিচ্ছেন। এক মণ গোবর সার কিনছেন ৬০ থেকে ৮০ টাকায়। এ ছাড়া উল্লাপাড়ার বড়হর, অলিপুর এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কেঁচোসার উৎপাদন করা হচ্ছে। এখান থেকে আগ্রহী কৃষকেরা কেঁচোসার কিনে জমিতে ব্যবহার করছেন। প্রতি কেজি কেঁচোসারের দাম ১০ থেকে ১২ টাকা। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক রেজা মিয়া জানান, তিনি গত ক’বছর হলো সবজি ফসলের আবাদে জৈবসার ব্যবহার করছেন। এতে খরচ কম এবং মাটির উর্বরশক্তি অনেক বেশি হয়। উল্লাপাড়া উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, অফিশিয়ালি জৈবসার ব্যবহারে কৃষককে বরাবরই পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে ব্লক সুপারভাইজারদের মাধ্যমে কৃষকের মধ্যে জৈবসার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist