প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা, মিষ্টি বিতরণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। হাবিপ্রবির টিএসটি মিলনায়তনে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বগুড়া : বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদে জেলা যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাবলু প্রমুখ।

এদিকে, জেলা শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধা শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান, সাংস্কৃতিক সংগঠক প্রমতোষ সাহা, অধ্যাপক অমিতাভ দাশ হিমুন প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, সদস্য নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক চন্দন কুমার দে, যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, মেহেদী হেলালসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী : রাজবাড়ীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, শিশুবিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা প্রমুখ।

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা ও শিশু-কিশোরদের মধ্যে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা টুঙ্গীপাড়া শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেনÑগোপালগঞ্জ সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সমীর মল্লিক, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা টুঙ্গীপাড়া শাখার সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহম্মেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিদ আলম প্রমুখ।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোতালেব েেহাসেন, অরুন কুমার দাস, আবু মুছা, নূরুল্লাহ, মুক্তার হোসেন, নেছার উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজদীখান উপজেলা শাখা সভাপতি আবু সায়েম প্রমুখ। আলোচনা শেষে ছাত্রছাত্রীরা কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত শেখ রাসেল হলের সামনে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যপক ড. জাহাঙ্গীর হোসেন, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist