রাবি প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

রাবিতে এক আসনের জন্য লড়বেন ৬৮ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৮ শিক্ষার্থী। গত রোববার অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন প্রক্রিয়া শেষ হয়। গত ১০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান। আগামী ২২-২৬ অক্টোবর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদে ৫৯টি বিভাগে কোটাসহ চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ১৬ হাজার ১২০ জন। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। মোট আসনের মধ্যে প্রায় ৪১৭টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও বিকেএসপিদের জন্য সংরক্ষিত। অধ্যাপক প্রভাষ কুমার জানান, ‘এ’ ইউনিটের ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, ‘বি’ ইউনিটের ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, ‘সি’ ইউনিটে ৬৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, ‘ডি’ ইউনিটে ৪৭০টি আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, ‘ই’ ইউনিটে ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন, ‘এফ’ ইউনিটে ৪৩৬টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন, ‘জি’ ইউনিটে ২১২টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, ‘এইচ’ ইউনিটে ২৭২টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন, ‘আই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৩২ জন, ‘জে’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬৪২ জন, ‘কে’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬২২ জন প্রার্থী সফলভাবে আবেদন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist