মাদারীপুর প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

ছয় মাসের অন্তঃসত্ত্বাকে মারধরে ‘গর্ভপাত’

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের মারধরের ঘটনায় তামান্না বেগম নামের এক ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত হয়েছে। এ বিষয় ওই গৃহবধূ কোর্টে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা। মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার চরসাহেবপুর গ্রামের আবুল বাশারের সঙ্গে একই গ্রামের হানিফ সরদারের বাকবিতন্ডা হয়। এক পর্যায় হানিফ সরদারের নেতৃত্বে বাবু সরদার ও বাচ্চু সরদারসহ ছয়-সাতজন মিলে আবুল বাশারকে মারধর করে। এ সময় বাশারের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা তামান্না বেগম বাধা দিলে তাকেও বেদম মারধর করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গর্ভপাত ঘটে। পরে, ওই গৃহবধূ বাদী হয়ে জেলা কোর্টে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা। হুমকির ভয়ে ওই গুহবধূ তার বাবার বাড়ি উপজেলার কয়ারিয়া এলাকার ময়দানেরহাট গ্রামে আশ্রয় নিয়েছেন। গৃহবধূর শাশুড়ি জাহানার বেগম বলেন, আমার পুত্রবধূকে হানিফ তার লোকজন নিয়ে বেদম মারধর করায় গর্ভপাত ঘঠে। আমরা এ ঘটনার বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে মামলার অভিযুক্ত আসামি হানিফ সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই বাবুল বসু বলেন, আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলেছে। তবে হুমকির বিষয় জানি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist