ইবি প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

প্রক্টরের গাড়ির জ্বালানি ব্যবহার খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে গাড়িবিলাস ও জ্বালানি ব্যবহার নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বর্তমান প্রক্টরের গাড়িবিলাস ও জ্বালানি ব্যবহার নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া ও পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মওদুদ আহমেদ। চার সদস্যের ওই কমিটিকে যথাশিগগির তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist