নোয়াখালী প্রতিনিধি

  ২৪ আগস্ট, ২০১৭

জেল্টা জুট মিল নিলামের প্রতিবাদে শ্রমিকরা

২২ মাসের বেতন বকেয়াসহ বোনাস পাওনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী ডেল্টা জুট মিলের মালিক পক্ষ ও সোনালী ব্যাংক একত্রিত হয়ে মিল নিলামে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে শ্রমিকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করে তারা এই প্রতিবাদ জানায়। এ সময় শত শত শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা ২২ মাসের বেতন, চাকুরীচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের গ্রেজুয়েটি, আসন্ন ঈদ-উল আজহার পূর্বে বোনাস পাওনা সহ সকল দাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। সড়ক অবরোধের ফলে চৌমুহনী-ফেনী সড়কের দু’দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা মিল পুরোদমে চালু রাখারও দাবী করে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে এ দাবী বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের বেগমগঞ্জ উপজেলা সভাপতি ও সিবিএর সাধারণ সম্পাদক কাজী গিয়াস উদ্দিন, ডেল্টা জুট পাটকল গনতান্ত্রিক শ্রমিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক আবুল কালামসহ শ্রমিক নেতৃবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist