মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৭

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘জনসেবা ছাউনি’ স্থাপন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুপ আলী মনোহরগঞ্জে যোগদানের পর থেকেই কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তার ব্যতিক্রমী উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো উপজেলা পরিষদ চত্ব¡রে ‘জনসেবা ছাউনি’ স্থাপন। উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন পুকুরপাড়ে সাধারণ জনগণের জন্য দুটি ছাউনি স্থাপন করে দেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসারের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুপ আলী জানান, প্রতিদিন উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে জনগণ সেবা নিতে আসে। কিন্তু সকলের কাজ তো অল্প সময়ের মধ্যে শেষ হয় না। তখন মানুষগুলো বাহিরে দাঁড়িয়ে থাকেন। সেজন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমরা উপজেলা পরিষদ চত্ত্বরে দুটি বসার ছাউনি তৈরি করে দিয়েছি। কাজ শেষ হওয়া পর্যন্ত যাতে তারা একটু বিশ্রাম করতে পারে। উপরে টিনসেড করে দিয়েছি যাতে বৃষ্টি এলেও জনগণ বসতে পারে। যা কিছু করেছি বা করছি সবগুলোই মনোহরগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist