নরসিংদী প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৭

নরসিংদীতে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ

নরসিংদীর সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে গতকাল বুধবার ‘দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ সরকার। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো: নূর হোসেন ভূঞা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি কমিটির সদস্য যথাক্রমে উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, হলধর দাস, মোস্তাক আহমেদ ভূইয়া ও মোসলেহ উদ্দিন মাস্টার; বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম,তপন কুমার আচার্য্য ও অন্যান্য শিক্ষক মন্ডলী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়ীত্ব পালন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক যথাক্রমে তপন কুমার আচার্য,রাশেদুল হক ও আকলিমা আক্তার।

বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি বলেন, ‘জীবনে ভাল কিছু করতে হলে চাই পূর্ব প্রস্তুতি। সেই পূর্ব প্রস্তুতিই হলো শিক্ষা জীবন। তোমরা যারা আজকের দিনে শিক্ষার্থী, তারাই আগামীদিনে হবে বাংলাদেশের কর্ণধার। তোমাদের প্রধান কাজ হবে দেশকে দুর্নীতিমুক্ত করা। বর্তমান সরকার সেই পথেই এগিয়ে চলছে। কারণ, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist