রংপুর প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৭

জঙ্গিবাদ ও বাল্যবিয়েকে শিক্ষার্থীদের লালকার্ড

মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা এবং লালকার্ড প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর পুলিশ কমিউনিটি হল মিলনায়তনে রংপুর জেলা পুলিশের আয়োজনে এবং কুমিল্লার লালসবুজ সংঘের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম(বার) এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.কে এম জালাল উদ্দীন আকবর। সভায় রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম সভাপতিত্ব করেন।

লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে না করে লালকার্ড প্রদর্শন করেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৫শতাধিক শিক্ষার্থী। তারা এসময় লালকার্ড প্রদর্শন করে এবং তারা উল্লেখিত বিষয়ে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist