ইবি প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৭

ইবিতে হল তল্লাশি

দুই শিবিরকর্মী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর তিনটার দিকে সাদ্দাম হোসেন হলে এক শিবির নেতাকে নাশকতার অভিযোগে মারধর করে ছাত্রলীগ। মারধোরের এক পর্যায়ে সে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ, হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির উপস্থিতে সাদ্দাম হোসেন হলের সামনে ও ভিতর থেকে দুই শিবির কর্মীকে আটক করা হয়। এরপর বিশেষ তথ্যের ভিত্তিতে হল তল্লাসি করে দেশীয় অস্ত্র, হকস্টিক ও রড উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘ওই দুই ছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর রুমে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া না গেলেও একটি হকিস্টিক, দুইটি রড ও চারটি স্টাম্প উদ্ধার করা হয়েছ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সাদ্দাম হোসেন হলের ৪২৩ নং কক্ষে অবৈধ জিনিসপত্র আছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist