নরসিংদী প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৭

দালাল সন্দেহে সাত নারীসহ আটক ৩৯

নরসিংদীর সদর হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে হাসপাতাল এলাকা থেকে দালাল সন্দেহে ৭ নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল দালালমুক্ত হলে চিকিৎসা সেবার পরিবেশ উন্নত হবে। আটককৃতরা হলো, আসলাম মিয়া (৫২), সাবর্তী (৪০), ভবানী রাণী দাস (৪০), রিনা বেগম (৩০), মনি রাণী শিল (২৭), স্ত্রী শিমু (৩২), লুভনা বেগম (২৫) পাবেল (২৯) ও আছলিমা (৩৫)। পুলিশ ও হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদী সদর হাসপাতালে দালালদের দৌরাত্বের কারণে হয়রানীর শিকার হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীরা। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অভিযানে সদর হাসপাতাল থেকে দালাল সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist