বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৭

সহপাঠীদের সাহসিকতায় পালাল অপহরণকারীরা

নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের ভিটাকচুরগাড়ী ফকিরবাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রাইশা জাহান রিতুকে (১৩) অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে অপহরণকারীরা। স্কুলের সহপাঠীেেদর সাহসী ভূমিকায় পালিয়ে যায় অপহরণকারীরা।

গতকাল শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। রিতু ওই ইউনিয়নের ভিটাকচুর গ্রামের রতন আলী সেখের মেয়ে। রাইশা জাহান রিতু জানায়, পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের মৃত সেকু প্রামাণিকের ছেলে রাসেল শেখ (২০) প্রায় ৬ মাস ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাসেল ও সহযোগী ৭-৮ জন তাকে অপহরণের উদ্দেশ্যে ভিটাকচুরগাড়ী এলাকায় সড়কে অবস্থান নেয়। কিন্তু এগিয়ে আসে সহপাঠীরা। আর তা দেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায় রাসেল ও সহযোগীরা। স্কুলের প্রধান শিক্ষক এম এ জামান জানান, এ ঘটনার পর রিতুসহ শতাধিক স্কুল শিক্ষার্থী বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও কার্যালয়ে এসে লম্পট রাসেল ও সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবি করে। ইউএনও বেগম ইশরাত ফারজানা জানান, আমাকে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist