গাইবান্ধা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৭

বর্ষণে বিপর্যস্ত জনজীবন

গাইবান্ধার সাত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ২৪ ঘণ্টার টানা বর্ষণে ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন স্থবির হয়ে পড়ছে। গত শুক্রবার সকাল থেকে কোথাও কখনো সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকে ঘর থেকে বের হয়নি। এদিকে নিত্যপণ্য ব্যবসায়ীদের দোকানপাট খোলা থাকলে লোকজনের উপস্থিতি ছিল কম। টানা বর্ষণে বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো হাঁটু কাদায় পরিণত হয়েছে। যেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছিন্নমূল পরিবারের শ্রমজীবী মানুষগুলো ঘর থেকে বের হতে না পেড়ে দুর্বিষহ দিনাতিপাত করছে। গাইবান্ধা জেলা শহরের কাচারীবাজার, স্টেশন রোড, অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist