প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৭

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও শোক দিবসের নানা কর্মসূচি

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী ও গণভোজের আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর-

মৌলভীবাজার : বাংলাদেশ কৃষকলীগ জেলা শাখার উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের জেলা সভাপতি জমশেদ আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক গিলমান আহমদ, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ফিরুজ, সদস্য এমএ রহিম সিআইপি, আব্দুল মালেক তরফদার সুয়েব, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ প্রমুখ।

রাজবাড়ী : জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তিন দিন ব্যাপী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী।

বাগেরহাট : জেলার সদর উপজেলা যুবলীগের উদ্যোগে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত শোক র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি ডাঃ মোজাম্মেল হোসেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সম্পাদক এমএ মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীন প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া (ইউপি) আ.মীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের ১৫ স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন আ.মীলীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা আ.লীগের সম্পাদিকা শ্রীমতি শীলা রানী পাল, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম ভূইয়া প্রমুখ।

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামীলীগ দেড় হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করার কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে এছাড়া, কোরআনহানী, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ৩০ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন। উপজেলা মিলানায়তনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী, ইউএনও শামীম হোসেন রেজা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

নড়িয়া (শরীয়তপুর) : শরীয়তপুরের নড়িয়ায় গত শুক্রবার সন্ধ্যায় নড়িয়া পলিটেকনিক ইনিসটিটিউট মিলনাতয়নে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা থেকে নির্বাচিত অংশ পাঠ ও চেতনায় বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারের আয়োজনা করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা নেতা ডাঃ খালেদ শওকত আলী, উপজেলা নেতা হাজী হাচান আলী রাড়ী, হাসানুজ্জামান খোকন প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, প্যানেল মেয়র মামুনুর রশিদ আখন্দ, জেলা পরিষদ সদস্য সৈকত মাহমুদ শামছু, কাউন্সিলর আহসান হাবিব, মোঃ শাহাজাহান, দেলোয়ার মোল্লা আওয়ামীলীগের উপজেলা নেতা ড. আনোয়ার হোসেন খাঁন, যুবলীগ নেতা লিটন, পৌর নেতা বেলাল আহম্মেদ প্রমুখ।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরা উপজেলার রাজু অডিটরিয়ামে যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি মো: মিলন মাষ্টারের সভাপতিত্ব ও সেক্রেটারী আলমগীর কবীর সরকারের পরিচালনায় উপজেলার ২৪ ইউনিয়নের কয়েক শতাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু, কেন্দ্রীয় যুবলীগের সেক্রেটারী মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা-এমপি। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, সম্পাদক আব্দুস সাদেক, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist