চট্টগ্রাম ব্যুরো

  ১৩ আগস্ট, ২০১৭

‘ষড়যন্ত্রকারীদের বিচারও বাংলার মাটিতে হবে’

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে কিন্তু এই হত্যাকা-ের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত মেজর জিয়াসহ ষড়যন্ত্রকারীদের বিচার এখনো বাকি রয়ে গেছে। এই ষড়যন্ত্রকারীদের বিচারও একদিন এই বাংলার মাটিতে হবে।’

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মুসলিম হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল করে রায় প্রদানের মাধ্যমে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। প্রধান বিচারপতি বিরাগের বশবর্তী হয়ে তিনি নিজের শপথ ভঙ্গ করেছেন। তিনি প্রধান বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন।’

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ ছালাম, রাউজান সংসদীয় আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সীতাকুন্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম এমপি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist