মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৭

৮টি গরু চুরি

আতঙ্কে মালিকরা

চট্টগ্রামের মিরসরাইয়ে সংঘবদ্ধ গরু চোরেরা ৮ টি গরু চুরি করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে খইয়াছড়া ইউনিয়নের নিচতালুক এলাকা থেকে গরু গুলো চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর বর্তমানে বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকার বেশি বলে মনে করছেন গরুর মালিকরা।

নিচতালুক এলাকার নুরুল মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতের কোন একসময় সংঘবদ্ধ গরু চোরেরা নুর ইসলাম, ডিপটি ও তার নিজের ৮টি গরু চুরি করে নিয়ে যায়। আসন্ন কোরবানীর জন্য বানিজ্যক ভাবে তারা গরু গুলো তৈরি করছিলেন। প্রতিটি গরুর গড়ে বাজার দাম প্রায় ৮০ হাজার টাকা বলে তিনি দাবি করেন। আবু তাহের নামে এক ব্যক্তি জানান, প্রতি রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। এতে গরু মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়ে কথা হলে মিরসরাই সার্কেলের এএসপি মাহবুবুর রহমান জানান, তিনি মিরসরাই এবং জোরারগঞ্জ থানার কর্মকর্তাদের সাথে আলোচনা করে টহল বাড়াবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist